#হাওড়ার হতদরিদ্র অ্যাংলো-ইন্ডিয়ান চার্লস হার্ডলেস। ডাক বিভাগে চাকরি করতে করতেই মাথা খাটিয়ে ধরে ফেললেন মানি অর্ডারের জালিয়াতি। অতঃপর লর্ড কার্জনের সুপারিশে লালবাজারে। হাতের লেখা বিশ্লেষণ করে ধরে ফেললেন হায়দরাবাদে নিজামের বিরুদ্ধে চক্রান্তকারীদেরও। তিনিই ভারতের প্রথম প্রাইভেট ডিটেকটিভ।
AwBharotiyo Sobhoyotay Manush Bongosontan